বোল্ড অবতারে উর্বশী

Urvashi Rautela

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

উর্বশীর হটনেসের মিটার ঊর্ধ্বমুখী। বলিউডের সুন্দরী অভিনেত্রী উর্বশী তাঁর লুকে ঘুম কেড়েছেন পুরুষদের। সম্প্রতি আন্ধেরিতে ক্যামেরা বন্দি হলেন উর্বশী রাউতেলা। বোল্ড অবতারে দেখা গেল অভিনেত্রীকে। নিজের ফ্যানবেস ধরে রাখতে একের পর এক হটনেস ভিডিও পোস্ট করছেন উর্বশী। কখনও কালো বিকিনিতে, কখনও আবার কালো পোশাকে কিংবা পিঠ খোলা হট অবতারে ভক্তদের জন্য নয়া নয়া ছবি পোস্ট করেই বাজিমাত করছেন উর্বশী রাউতোলা। সম্প্রতি আন্ধেরিতে ক্যামেরা বন্দি হলেন উর্বশী রাউতেলা। সিলভার সিমারিং ওয়ান পিসে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী। উন্মুক্ত ক্লিভেজে উষ্ণতার পারদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। খোলাচুল ও সঙ্গে মানানসই মেকআপ। পাপারাৎজিদের সামনে হাসি মুখে পোজও দিলেন অভিনেত্রী।

Share the Post:

Related Posts