১০ বছর পর ইংল্যান্ডে টেস্ট জিতল শ্রীলঙ্কা

Pathum Nissanka

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতল শ্রীলঙ্কা। সেই মানরক্ষাও হলো। চতুর্থ ইনিংসে জেতার জন্য ২১৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। দিমুথ করুণারত্নেকে (৮) হারালেও ক্রিজ়‌ে ছিলেন নিশঙ্ক এবং কুশল মেন্ডিস। সোমবার তারাই ইনিংস শুরু করেন। মেন্ডিস ৩৯ রানে আউট হয়ে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথেউস অঘটন হতে দেননি।

নিশঙ্ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ রান করে। ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১২৩ বলে ইনিংস সাজিয়েছেন তিনি। ইংল্যান্ডের মতোই আগ্রাসী ক্রিকেট খেলেছেন। তুলনায় ম্যাথেউস টেস্টের মতোই খেলেছেন। তাঁর কাজ ছিল নিশঙ্ককে সঙ্গ দেওয়ার। সেই দায়িত্ব ভালভাবেই পালন করেন। অপরাজিত থাকেন ৬১ বলে ৩২ রান করে।

আর সোমবার ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২৫ রান। ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেট। এ দিন একটির বেশি উইকেট ফেলতে পারেনি ইংল্যান্ড। পাথুম নিসঙ্ক শতরান করে শেষ পর্যন্ত থেকে জিতিয়ে দেন শ্রীলঙ্কাকে। আট উইকেটে জেতে শ্রীলঙ্কা।

 

Share the Post:

Related Posts