যা আশঙ্কা করা হয়েছিল প্রথম দিন থেকে, সেটাই হল। ব্রিসবেন টেস্ট (Brisbane Test) ড্র হয়ে গেল। একমাত্র দ্বিতীয় দিন ছাড়া এ ম্যাচে তুমুল ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ। এই ফলাফলের প্রভাব অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) সমীকরণে পড়বে। এই মুহূর্তে ফাইনালে ওঠার সবথেকে বড় দাবিদার দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দল শীর্ষস্থানে। এরপরে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। তার একটা জিতলেই ফাইনালের বার্থ পাকা। ফলে আর একটা বার্থের জন্য জোর লড়াই ভারত ও অস্ট্রেলিয়ার। এক নজরে দেখে নেওয়া যাক এই দুই দলের ফাইনালের সমীকরণ কী।
ভারত: সরাসরি ফাইনালে যেতে ভারতকে (India) ২-১ কিংবা ৩-১ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিততে হবে। ব্রিসবেন টেস্ট ড্র হয়েছে। তাই বাকি দুই টেস্টের একটিতে জয় এবং একটি ড্র হলেই কার্যসিদ্ধি হবে রোহিত শর্মাদের। কিন্তু যদি ভারত ২-২ ফলে সিরিজ ড্র করে তাহলে আশা করে বসে থাকতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া যেন দুটি টেস্টই হেরে যায়।
অস্ট্রেলিয়া: শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার পক্ষে হারানো একপ্রকার অসম্ভব। তাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেই কাজ সেরে রাখতে চাইবে প্যাট কামিন্স অ্যান্ড কোং। তাদের হিসেবও অনেকটা ভারতের মতো, সিরিজের বাকি দুই টেস্টের একটি জেতা এবং একটি অন্তত ড্র করা। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু বক্সিং ডে টেস্ট। ঐতিহ্যশালী মাঠে এক দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে, আশা করাই যায়।