ঠাণ্ডা চাদর গায়ে মেখে ভোর হচ্ছে তিলোত্তমার। সকাল থেকেই শীত শীত ভাব। তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। গ্রীষ্মকালে যেভাবে গলদঘর্ম হতে হয়েছে, এবার শীতল আবহাওয়া অনেকটাই স্বস্তি দিচ্ছে। স্যুটকেস থেকে গুটি গুটি পায়ে বের হচ্ছে, শাল-সোয়েটার, কম্বল। ফের শীতের দুপুরে মাদুর পেতে কমলালেবু খাওয়ার দিন চলে এসেছে। লা-নিনার প্রভাবে এবার শীত ভালো কাবু করবে। গোটা দেশেই এর প্রভাব পড়বে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনেই তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে। শীতের প্রথম স্পেলেই শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রির ঘরে পারদ নেমেছে। শীত এবার ভালোই ব্যাটিং করবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে আপাতত রোজই হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রাই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে।