উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, সকালের দিকে অল্প হলেও বাতাসে হিমেল হাওয়ার পরশ। তাপমাত্রার পারদ পতন হচ্ছে। আবহাওয়া (Weather) জানান দিচ্ছে শীত (Winter) আসছে। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি।






