কলকাতা: শীত কবে আসছে বঙ্গে? এটাই এখন প্রশ্ন। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গল ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। আপাতত দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই। আগামী দু’দিন ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা।
অন্য দিকে, উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু জায়গা। তবে মাঝে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরে। উত্তরেও এখনই আসছে না শীত।