WTC ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

WTC

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

তৃতীয় দিনেই শেষ হয়েছে অ্যাডিলেড ওভালের গোলাপি বল টেস্ট। এই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে আপাতত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-১ সমতা ফিরেছে। তবে এই টেস্ট ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের আগে তালিকার সিংহাসনে ছিল টিম ইন্ডিয়া। তবে এখন ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। তবে ভারত এক্কেবারে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে এখন ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এখন আরও জটিল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ। কারণ, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১০২ পয়েন্ট এবং ৬০.৭১ শতাংশ নিয়ে আপাতত অস্ট্রেলিয়া রয়েছে প্রথম স্থানে। অজিরা এই চক্রে ১৪টি টেস্ট খেলে ৯ট টেস্ট জিতেছে, হেরেছে ৪টি টেস্টে, ড্র হয়েছে ১টি টেস্ট। এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৬৪ পয়েন্ট এবং ৫৯.২৬ শতাংশ। তাঁরা এই চক্রে ৯টি টেস্ট খেলে ৫টি’তে জিতেছে। এদিকে তৃতীয় স্থানে নেমে আসা ভারতীয় দলের খাতায় রয়েছে সর্বোচ্চ ১১০ পয়েন্ট এবং ৫৭.২৯ শতাংশ। ভারতের পর তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এখন ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ৩টি টেস্ট জিততে হবে কিংবা একজোড়া টেস্ট জিতে ১টি ড্র করলেও হবে। তাই টেস্ট বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ খেলতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ব্রিসবেন টেস্টে জিততেই হবে।

Share the Post:

Related Posts