সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ কোথায়?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

পশ্চিম এশিয়ার সিরিয়ায় (Syria) দীর্ঘ দিনের শাসনের অবসান। সিরিয়ার বিদ্রোহীরা (Rebel) রবিবার ঘোষণা করেছেন, তাঁরা দামাস্কাসকে বাথ পার্টির বাশার আল আসাদের (Bashar Al-Assad) শাসন থেকে মুক্ত করেছেন। প্রেসিডেন্টের রাজত্বের অবসান ঘটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ২৪ বছর ধরে দেশ শাসন করা আসাদ বিমানে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু, কোন পথে আসাদ পালালেন? পারলেন কি পালাতে? রহস্যে ঘেরা নানা প্রশ্নে দুনিয়া জুড়ে চাঞ্চল্য শনিবারই পালিয়েছেন আসাদ? একটি সূত্রের খবর সেটাই। শনিবার মধ্যরাতে আসাদ হেলিকপ্টার বা বিমানে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার নৌ-ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে মস্কো যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন, এমনটাই খবর।  আমেরিকার একটি সূত্রেও জানানো হয়েছে, আসাদের সিরিয়া ত্যাগ করার ব্যাপারটা তারা জানেন। দামাস্কাস থেকে বেরিয়ে আসাদ মস্কো যেতে পারেন বলে জানানো হয়েছে।

সিরিয়ার প্রধানমন্ত্রী গাজি জলিল দেশত্যাগ করতে অস্বীকার করেন। তিনি বলেছেন, সিরিয়া ছাড়া অন্য কোনও দেশ তিনি জানেন না। বিদ্রোহীরা জলিল-এর এই অবস্থান মেনে নিয়েছেন। জলিলও বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি। বিদ্রোহী সশস্ত্র বাহিনীর নেতা শেখ আবু মহম্মদ আল জোলানির হাতে সিরিয়ার প্রকৃত ক্ষমতা চলে যেতে পারে। তবে প্রধানমন্ত্রী যুক্ত থাকলে কিছুটা আইনি পথের আবরণে ক্ষমতা হস্তান্তর হয়েছে – এমনটা দেখানোর চেষ্টা হবে।

অন্যান্য সূত্র অবশ্য বলছে, আসাদের বিমান আকাশে ওড়ার পরেই দ্রুত সেটাকে পড়ে যেতে দেখা গিয়েছে। সিরিয়ার শহর হোমস-এর পশ্চিমে ওই বিমান পড়ে ধ্বংস হয়েছে।  এদিকে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নিতে পরামর্শ দিয়েছেন বাইডেন প্রশাসনকে। বাইডেন সরকার সিরিয়ার ব্যাপারে এখনও পর্যন্ত হস্তক্ষেপের কথা জানায়নি। গোলান হাইটস-এ ইজরায়েল অধিকৃত এলাকায় রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনী ও ইজরায়েলি বাহিনীর সঙ্গে সিরিয়ার বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম বাহিনীর সংঘর্ষের খবর মিলছে। ইজরায়েল সে দেশের একটি গোটা ডিভিশনকে গোলান হাইটস-এ নিয়ে যাচ্ছে। বড় মাপের সেনা চলাচলের খবর। উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দমন করার জন্য বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিচ্ছিল রাশিয়া ও ইরান। কিন্তু, তা নিষ্ফল হয়। জয় হয় বিদ্রোহীদের।

 

Share the Post:

Related Posts