২০২৬-এ আরও এগিয়ে এল মাধ্যমিক (Madhyamik 2026)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। মঙ্গলবার সেই পরীক্ষার রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ।
এক নজরে দেখুন সম্পূর্ণ রুটিন
২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল
উল্লেখ্য, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে পরে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট বরাদ্দ শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা রয়েছে অন্য।