অবশেষে প্রহর গোনা শেষ। বড়পর্দায় এল পুষ্পা-২ (Pushpa 2)। দর্শকমহলে উচ্ছ্বাস তুঙ্গে। অল্লু অর্জুন আরও একবার তাঁর আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন। ট্রেলার মুক্তি পাওয়ার পর বোঝা গিয়েছিল ছবির ঝাঁঝ। ট্রেলার মুক্তির মাত্র ১৫ ঘণ্টার মাথাতেই ভিউজ ছড়িয়েছিল ৪০ মিলিয়ন। মুক্তির আগেই হিট ‘পুষ্পা ২’!
ছবি মুক্তির আবহে বড় খবর। পুষ্পা-২ তেই থেমে থাকবে না রথ। আসছে ছবির তৃতীয় সিকুয়েল এবার সেই খবরেই সিলমোহর দিলেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা। আসন্ন ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।