নবান্ন থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: ২০১৯-২২ দিকে করোনা (Corona) মহামারির (Epidemic) আকার নিয়েছিল গোটা দেশে। শয়ে শয়ে মানুষের মৃত্যু, লকডাউন, চাকরি খুইয়ে তলানিতে ঠেকেছিল অর্থনীতি। মুখে সদা সর্বদা মাস্ক, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার ছাড়াও মানুষে মানুষে একটা ভয় তৈরি হয়েছিল। দীর্ঘ সময় গৃহবন্দি জীবনে অনেক কিছুই হারিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। কিন্তু ফের করোনা হাজির হয়েছে দুয়ারে। নিজের রূপ পরিবর্তন করে সে আবার ভয় ধরাতে এসে গেছে। এই সপ্তাহেও বাংলায় দ্বিতীয় মৃত্যু হয়েছে। রাজ্যের এই নিয়ে প্রাণ গেল মোট দুজন করোনা আক্রান্তের।

অবশ্য, রাজ্যের স্বাস্থ্য ভবনের দাবি, করোনার কারণে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। মৃতের চিকিৎসা সংক্রান্ত সকল নথি বিশ্লেষণ করে তারা জানিয়েছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলেও, তার মৃত্যুর কারণ করোনা নয়। শারীরিক অন্যান্য জটিলতার কারণে মৃত্যু হয়েছে।

সোমবার বাংলায় উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বার্তা পরিস্থিতি একদমই আশঙ্কাজনক নয়, অযথা ভয় পাওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। প্য়ানডেমিক আর হবে না। তবে সতর্ক থাকা ভালো। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল রয়েছে।  সমস্ত ব্যবস্থা আছে সেখানে, প্রয়োজনে সেখানে চিকিৎসা করাবেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত। বিশেষ করে যারা কোমর্বিডিটিতে আক্রন্ত তারা চিকিৎসা করান।

গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধমুখী। সেই তালিকায় রয়েছে ভারত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বাংলাতেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪টি। যার জেরে বাংলা জুড়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭। পাশাপাশি, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩৫৮ জন। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্য়া ৬ হাজার ৪৯১ জন।

Share the Post:

Related Posts