কেমন থাকবে আজকের আবহাওয়া?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

গরমে নাজেহাল শহরবাসী। রাস্তাঘাটে দিনভর ছাতা মাথায় ঘাম ঝরাতে দেখা যাচ্ছে মানুষজনকে। ঠান্ডা পানীয়, ফলের দোকান, আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস — সবখানে উপচে পড়ছে ভিড়। গরমের প্রকোপে বাজার, নির্মাণকাজ, এমনকি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও অসহ্য অবস্থা।

কলকাতার আকাশে সকাল থেকে মেঘের আনাগোনা থাকলেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। বরং সূর্যের তেজ দিনভর আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমবে, তবে তা ২৬ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই।

আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৬ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিস্কার ও রোদের তেজ থাকবে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইবে দুর্বল বাতাস, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আজ দুপুর ১টা ৪০ মিনিটে জোয়ার আসবে এবং সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে পড়বে ভাটা। নদী পারাপার, বন্দর ও মাছ ধরার নৌকা চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। তবে সমুদ্র শান্ত থাকলেও গরমের প্রভাব স্পষ্ট অনুভূত হবে উপকূলবর্তী অঞ্চল জুড়ে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ বা মৌসুমি বায়ু সক্রিয় না হওয়া পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া কঠিন। ফলে শহরবাসীকে আগামী কয়েকদিন এই রোদের তাপ এবং আর্দ্রতার সঙ্গে লড়াই করেই কাটাতে হবে। জলবাহিত রোগ ও হিটস্ট্রোক এড়াতে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Share the Post:

Related Posts