দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার মরশুমের প্রথম ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ২০ ডিগ্রির নীচে নেমেছিল কলকাতার তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার কলকাতা তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, শনিবার ১ ডিগ্রি পারদ পতন হয়েছিল। আর শনিবার ছিল কলকাতার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কমবে। উত্তুরে হাওয়াতে পারা পতন শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে যদিও এখনও শীত আসতে কিছুটা সময় বাকি আছে। কিন্তু সকাল ও রাতের দিকে পারদ নিম্নমুখী থাকবে যার জেরে শীত শীত অনুভূত হবে। রবিবারও পারদে শীতের অনুভূতি আছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও পশ্চিমের জেলা গুলিতে শীত আগে পড়বে। রাজ্যে জেলাগুলিতে সকালে কুয়াশার ঢাকা থাকবে। সকাল সকাল কুয়াশা ঘিরে রাখতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি জেলাতেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আরও কমবে। ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নীচে। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে।