গম্ভীরের অনুপস্থিতিতে লক্ষ্মণ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: পারিবারিক সমস্যার কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০ জুন থেকে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে টেস্ট সিরিজের লড়াই শুরু (India vs England) করবেন শুভমান গিলরা (Shubman Gill)। এখন জোরকদমে চলছে তার মহড়া। জানা গিয়েছে, গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের অনুশীলন ও প্রস্তুতির নজরদারি করতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

এক ক্রীড়া সংবাদমাধ্যম সূত্র খবর, বিসিসিআই-এর (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স-এর প্রধান লক্ষ্মণ এখন ইংল্যান্ডেই আছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U-19) ব্রিটেন সফরে গিয়েছে, তারই কোচ তিনি। এই দল পাঁচটা লিস্ট এ ম্যাচ খেলবে, যার শুরু হবে ২৭ জুন। এরপর দুটি প্রথম শ্রেণির ম্যাচও খেলবে। এর ফাঁকেই শুভমানদের প্রস্তুতিতে নজর রাখতে পারেন লক্ষ্মণ।

এর আগেও জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’। তবে প্রত্যেকবারই ‘স্টপ গ্যাপ’ হিসেবে, পাকাপাকিভাবে নয়।

১১ জুন গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হন। খবর পেয়ে কালবিলম্ব না করে দেশে ফেরেন গম্ভীর। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনও পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরতে হয়েছিল তাঁকে। গম্ভীরের আমলে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, টেস্ট ফর্ম্যাটে ভরাডুবির জন্য সমালোচিত হয়েছেন। এমনকী এমন জল্পনাও উঠেছে যে গম্ভীরের চাপেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

Share the Post:

Related Posts