কোহলির টেকনিক নিয়ে মন্তব্য পূজারার

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ব্রিসবেনে (Brisbane Test) মাত্র তিন রান করে আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। একজন ব্যাটার অল্প রানে আউট হতেই পারে, কিন্তু কোহলি যে কায়দায় আউট হয়েছেন তা খুবই আপত্তিকর। অফস্টাম্পের একহাত বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে খোঁচা দিয়েছেন তিনি। বল তখন মাত্র ৭.২ ওভার পুরনো, যথেষ্ট সুইং করছে। এই সময় ওই শট খেলা মানের নিজের পতন ডেকে আনার নামান্তর।

কিছুকাল আগেও কোহলির আগে তিন নম্বরে নেমে যিনি বল পুরনো করায় সিদ্ধহস্ত ছিলেন, সেই চেতেশ্বর পুজারার (Cheteshwar Pujara) মতে, কোহলির টেকনিক নতুন বল খেলার উপযোগী নয়। পুজারা বলেন, “ওর টেকনিক নতুন বলের জন্য নয়। ওর ব্যাটিং আসা উচিত ১০, ১৫, ২০ ওভার পরে। ও যদি নতুন বল খেলে, বোলাররা তাজা থাকে, ওদের আত্মবিশ্বাস থাকে ভরপুর। বোলাররা যখন দুই উইকেট পেয়ে যায় গোটা দল চেগে ওঠে। তাই সেই সময় ব্যাট করা সহজ নয়।”

তবে কোহলির আউট হওয়ার ধরন নিয়ে অখুশি পুজারা। তিনি স্পষ্ট বললেন, “বল যখন নাগাড়ে চতুর্থ কিংবা পঞ্চম স্টাম্পে হচ্ছে, বিরাট খেলছে আর আউট হচ্ছে। এটা ভালো বিষয় নয়। ও নিজেও সেটা বোঝে। আমরা দেখেছি, নেট সেশনে ওই জায়গার বল ছেড়ে দিচ্ছে বিরাট। কিন্তু ম্যাচে তার প্রয়োগ হচ্ছে না।” প্রসঙ্গত, এই সিরিজে কোহলি চারবারই উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হয়েছেন।

পুজারা আরও বলেন, “ম্যাচেও বল ছাড়তে চাইছে কিন্তু কোনও কারণে হয়ে উঠছে না, ব্যাট চালিয়ে ফেলছে। তাই ওকে নিজেকে থামাতে হবে। ওকে মাইন্ডসেট বদলাতে হবে। অফস্টাম্পের বাইরের বল খেলতে হলে টেকনিক্যাল দিকটা কাজে লাগে। কিন্তু ওই একই বল ছাড়তে হলে টেকনিকে কোনও বদল লাগে না, বরং মানসিক অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন।”

Share the Post:

Related Posts