সিডনিতে বাদ রোহিত?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সিডনি টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইঙ্গিত দিয়েছেন, অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সিরিজের শেষ টেস্টে বসানো হতে পারে। সরাসরি কিছু বলেননি, তবে যা বলেছেন তা-ই চোখ কপালে তোলার জন্য যথেষ্ট।

সাংবাদিক বৈঠকে রোহিত আসেননি, তা নিয়ে জল্পনা ওঠে। এ নিয়ে গম্ভীর বলেন, “রোহিত ঠিকই আছে, ওর এখানে আসতেই হবে এমন কোনও প্রথা নেই। হেড কোচ এসেছে সেটাই যথেষ্ট। কাল পিচ দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” হেড কোচকে ফের প্রশ্ন করা হয়, রোহিত কি সেই দলে থাকছেন? তাতে তিনি বলেন, “আগে যা বললাম সেটাই উত্তর।”

সাধারণত, দল যাই হোক, অধিনায়কের নির্বাচন নিয়ে কোনও সংশয় থাকে না। কিন্তু চূড়ান্ত খারাপ ফর্মে থাকা রোহিতকে নিয়ে সে কথা বলা যাচ্ছে না। অন্তত গম্ভীরের কথা অনুযায়ী। রোহিতকে বসানো হলে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নেতৃত্ব দেওয়ার কথা যিনি পার্থ টেস্টে অধিনায়ক ছিলেন এবং ভারত সেই ম্যাচ জিতেছিল। কিন্তু অধিনায়কত্ব নিয়ে নতুন জল্পনা উঠেছে।

শোনা যাচ্ছে, সিডনিতে নেতৃত্বে ফিরতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। দেশের সর্বকালের সফলতম টেস্ট অধিনায়ককে এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে যথেষ্ট ‘প্রো-অ্যাক্টিভ’ দেখিয়েছে। ফিল্ডিং সাজানো থেকে বোলারদের সঙ্গে আলোচনা নিয়ে তাঁকেই চোখে পড়েছে বেশি। রোহিতের অবর্তমানে বুমরা নয়, কোনও তরুণ নয়, কোহলিতেই আস্থা রাখছেন নির্বাচকরা, এ খবরও হাওয়ায় ভাসছে।

Share the Post:

Related Posts