জরিমানা হল কোহলির

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শাস্তি পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলীয় ওপেনার স্যাম কনস্টাসকে (Sam Konstas) কাঁধ দিয়ে ধাক্কা মারায় ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হল তাঁর। আরও বড় শাস্তি পেতে পারতেন, নিষিদ্ধ হতে পারতেন সিডনি টেস্ট থেকে, তবে ২০ শতাংশ জরিমানা দিয়েই অব্যাহতি পেলেন তিনি।

প্রথম দিনের খেলার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) সামনে উপস্থিত হতে হয় কোহলিকে। ১০ মিনিট বৈঠকের পর আইসিসির (ICC) কোড অফ কন্টাক্ট অনুযায়ী অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ফিজিক্যাল কন্ট্যাক্ট-এর দায়ে সবথেকে কম লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন কোহলি।

এদিনের ঘটনার পর চাউর হয়ে গিয়েছিল, এক ম্যাচ নিষিদ্ধ হতে চলেছেন ভারতের তারকা ব্যাটার। ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে তাকে লেভেল-২ অপরাধ বলে গণ্য করা হয় যার ফলে কোনও খেলোয়াড় তিন থেকে চার ডি-মেরিট পয়েন্ট পায়। ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড় চারটে ডি-মেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ অথবা দুটি সীমিত ওভারের ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হয়।

১০ এবং ১১তম ওভারের মাঝে ওপেনিং পার্টনার উসমান খোয়াজার সঙ্গে কথা বলতে পিচের এক ধার ধরে হাঁটছিলেন কনস্টাস। স্লিপ পোজিশন থেকে হাঁটতে হাঁটতে এসে তাঁর কাঁধে হাল্কা ধাক্কা লাগান কোহলি। স্বভাবতই ক্ষুব্ধ হন কনস্টাস। কোহলি এমন ভাব দেখান যেন তিনি ইচ্ছে করে কিছু করেননি, তাঁর দোষই নয়। কিন্তু রিকি পন্টিংয়ের মতো ব্যক্তিত্ব বলছেন এটা ইচ্ছাকৃত। রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে আটটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৮৫ বলে ৬০ রান করে গিয়েছেন কনস্টাস।

Share the Post:

Related Posts