সাইবার প্রতারণার খবর প্রতিদিনই থাকে খবরের শিরোনামে। দেশ এবং রাজ্যের কোনো না কোনো প্রান্তে সাইবার জালিয়াতের শিকার হচ্ছেন আমজনতা। এখন সাইবার প্রতারণা চক্রের নতুন ফাঁদ ‘ ডিজিটাল অ্যারেস্ট ‘। সেই ফাঁদে বহু মানুষ পা দিয়ে সর্বহারা হয়েছেন। সেই আতঙ্ক কমার নাম নেই, দিনে দিনে তা বাড়ছেই। আর এবার নতুন ধরনের প্রতারণা চক্রের ফাঁদে পড়ছেন বহু মানুষ। নয়া এই প্রতারণা চক্রের নাম ‘ জাম্পড ডিপোজিট স্ক্যাম ‘।
বর্তমান সময় UPI পেমেন্ট সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সব জিনিস কিনতেই বা সাধারণ পেমেন্ট করতেও UPI ‘ ই এখন ভরসা। চায়ের দোকানে পেইমেন্ট থেকে শুরু করে সব জিনিস কিনতেই ব্যবহার করা হয় অনলাইন পেইমেন্ট ।
প্রতারকরা এবার UPI পেমেন্টের মধ্যে দিয়ে নতুন প্রতারণা চক্রের ফাঁদে তৈরি করছে। কীভাবে চালানও হচ্ছে এই নতুন প্রতারণা?
প্রতারকদের তরফ থেকে প্রথমে ইউপিআই গ্রাহকদের একাউন্টে পাঠানো হচ্ছে অল্প কিছু টাকা। তারপর গ্রাহকের পক্ষ থেকে কৌতূহল বসত টাকার উৎস জানতে নিজের ব্যাংকিং অ্যাপ অথবা অনলাইন পেমেন্ট অ্যাপ খুলে দেখছেন গ্রাহকরা। আর তারপর দিতে হচ্ছে পিন। এই ওটা প্রক্রিয়ার সময় গ্রাহকের ইউ পি আই একাউন্ট এর উপর নজর রাখছেন প্রতারকরা। আর টাকা পাঠানোর পরেই একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে প্রতারকরা।