প্রোটিয়া স্পিনারের সঙ্গে আজব মিল বুমরার

Jasprit BUmrah

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ভারতীয় পেসার জসপ্রীত বুমরা এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার তবরেজ শামসির মধ্যে এক দারুণ মিল। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে (T20 Internationals) দু’জনের পরিসংখ্যানে হুবহু মিল। বিষয়টি একেবারেই কাকতালীয়। শামসি নিজেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ঘটনা ঠিক কী?

শামসি দেশের হয়ে ৭০টি টি২০ ম্যাচ খেলেছেন। বুমরা ভারতের হয়ে ঠিক ৭০টিই ম্যাচ খেলেছেন। তাঁদের দুজনেরই সংগ্রহে রয়েছে ৮৯টি করে উইকেট। এ পর্যন্ত তবু ঠিক ছিল, সমসংখ্যক ম্যাচে দুইজন ক্রিকেটারের সমসংখ্যক উইকেট কিংবা রান না হওয়ার কিছু নেই। কিন্তু কী অদ্ভুত বিষয় শামসি এবং বুমরা দুজনেই ঠিক ১৫০৯টি করে ডেলিভারি করেছেন।

দুই বোলারের সমসংখ্যক ম্যাচ, উইকেট এবং ডেলিভারি এর আগে কখনও হয়েছে কি না সন্দেহ। আর সমসংখ্যক ডেলিভারিতে সমসংখ্যক উইকেট পাওয়ার অর্থ তাদের স্ট্রাইক রেটও এক— ১৬.৯। শামসি নিজেও এ নিয়ে টুইট করে বিস্ময় প্রকাশ করেছেন। বুমরা অবশ্য এখনও এ নিয়ে কিছু বলেননি।

চারটি পরিসংখ্যান এক হলেও বাকি তিনটির আলাদা। যেমন বুমরার সেরা বোলিং ফিগার ৭ রান দিয়ে তিন উইকেট। শামসির সেরা বোলিংয়ের হিসেব ৫/২৪। শামসির বোলিং গড় ২০.৮৯ এবং বুমরার ১৭.৭৪। ইকোনমির ক্ষেত্রেও প্রোটিয়া স্পিনারের থেকে এগিয়ে বুমরা, শামসির ৭.৩৯ এবং বুম বুম বুমরার ৬.২৭।

Share the Post:

Related Posts