মেরামতির কাজের জন্য পলতা (Palta) ও টালা পাম্পিং (Tala Pumping Station) স্টেশনে বন্ধ থাকবে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই দুই পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে আগেই বিষয়টি জানিয়েছিল। এর ফলে সোমবার সারা দিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না।
কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ট্যাঙ্কে আগের তুলনায় বড় ভাল্ভ বসানো হবে। এছাড়াও, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ মেরামতির কাজ চলবে। সেই সঙ্গেই মেরামতি হবে ট্যাঙ্কের লিক। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে।