আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। রবিবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সেই কারণেই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, সম্প্রতি তাঁর বুকে পেসমেকার (Pacemaker) বসানো হয়েছিল। সেই চিকিৎসার কিছুদিনের মধ্যেই ফের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকমহলে। যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও নির্দিষ্ট আপডেট দেওয়া হয়নি।
পরিবারের দাবি, কয়েকদিন ধরেই সাংসদের শরীর ভালো যাচ্ছিল না। সোমবার থেকেই দুর্বলতা ও ঝিমুনি লক্ষ্য করা যাচ্ছিল। রবিবার সেই অবস্থার আরও অবনতি ঘটে। বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই বছরের মধ্যেই সৌগত রায় তৃতীয়বার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মার্চ মাসে লোকসভা অধিবেশন চলাকালীন সংসদ ভবনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হুইলচেয়ারে করে তাঁকে বাইরে আনা হয়েছিল। এরপর সহকর্মীরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
গত মাসেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই সাংসদ। দমদমের একটি মন্দির উদ্বোধনে গিয়ে হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। তখনও তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই পেসমেকার বসানো হয়।
বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের নজরদারি চলছে। বয়সজনিত নানা সমস্যাই এই অসুস্থতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এখন সকলেরই একটাই প্রার্থনা—শীঘ্রই সুস্থ হয়ে উঠুন তৃণমূলের অভিজ্ঞ এই নেতা।