তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এল। টুরিজিম বিভাগের কাছে এই হুমকি মেল আসে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন টুরিজিম বিভাগ। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। ইমেল মারফত এই হুমকি ইমেল আসে টুরিজিম বিভাগের কাছে।

আজ হঠাৎই হুমকি ইমেল আসে। যার জেরে বোমাতঙ্ক ছড়ায় তাজমহল জুড়ে। প্রত্যেকদিনের মত আজও তাজমহল চত্বর জুড়ে ভিড় করেন পর্যটকেরা। আর তারই মধ্যেই উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে একটি তাজমহল বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তড়িঘড়ি সিআইএসএফের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয় তাজমহল জুড়ে। তদন্তের জন্য আনা হয় কুকুরও।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই হুমকি মেল আসতে দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল। আর এবার হুমকি মেল এল ভারতের বহুল প্রচলিত পর্যটন কেন্দ্র তাজমহলে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে বিগত কয়েক মাস ধরে বোমাতঙ্কের হুমকি মেল আসতে দেখা যায়, ঠিক তেমনভাবেই এবারও অনুমান করা হচ্ছে ভুয়ো হুমকি কল আসে তাজমহল উড়িয়ে দেওয়ার। কিন্তু এবার প্রশ্ন উঠছে কোন দল বারবার বোমাতঙ্কের হুমকি দিচ্ছে? তদন্তকারী দলের পক্ষ থেকে জানানও হয় শুধুমাত্র হুমকি সৃষ্টি করার জন্যই এই মেল করা হয়েছিল।

Share the Post:

Related Posts