পর্যটকদের জন্য খুলছে ভূ-স্বর্গ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহে চেনা ছবি হারিয়েছিল কাশ্মীর (Kashmir)। রক্তে ভিজেছিল ভূ-স্বর্গ (Heaven on Earth)। পর্যটক শূন্য (No Tourists) ছিল উপত্যকা। এপ্রিলের পর থেকে প্রায় দু’মাস জুড়ে বন্ধ ছিল ভূ-স্বর্গের (Heaven on Earth) দরজা। তবে এবার পর্যটকদের জন্য এক নয়া ঘোষণা সামনে এসেছে। আগামী মঙ্গলবার থেকে কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

কাশ্মীরের পহেলগামে (Kashmir Pahalgam) নৃশংস জঙ্গি হামলার পর কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল। বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলি (Tourists Spots)। বাতিল হয়েছিল একাধিক পর্যটকের ভ্রমণের পরিকল্পনা। কার্যত ধস নেমেছিল ভূ-স্বর্গের পর্যটন ব্যবসায় (Tourists Business)।

পর্যটক শূন্য কাশ্মীরের হাল ফেরাতে আগেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মন্ত্রিসভার বৈঠক করেছিলেন পহেলগামের রিসর্টে। আর এর মাঝেই এবার পর্যটকদের মুখে হাসি ফোটাতে কাশ্মীরের দরজা খুলে দেওয়ার কথা জানালেন লেফটন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে বেতাব ভ্যালি, পহেলগাম এলাকার বাজার-পার্ক, আচাবল গার্ডেন সহ আরও কিছু পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। আগামী মঙ্গলবার থেকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ জুন থেকে ১৬টি পর্যটন কেন্দ্র খুলে যাবে। নিরাপত্তার দিকটা খতিয়ে দেখে আগামী দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিও খুলে দেওয়া হবে।

Share the Post:

Related Posts