ভূমিকম্পে কেঁপে উঠল তেলঙ্গানা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। আজ বুধবার কম্পন অনুভূত হয়েছে তেলঙ্গানা, হায়দরাবাদ(Hyderabad) সহ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। তেলঙ্গানার মুলুগুতে ভূমিকম্প আঘাত হানার পর পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রের নাগপুর, গাদচিরোলি এবং চন্দ্রপুর জেলায় কম্পন অনুভূত হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, চন্দ্রপুরে শহরের কিছু অংশ, বল্লারপুর এবং তেলঙ্গানা সীমান্ত সংলগ্ন তহসিলগুলিতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

চন্দ্রপুরের কালেক্টর বিনয় গৌড়া বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আবেদন সহ সতর্ক থাকতে বলেছেন। ফের কম্পন অনুভূত হলে বাড়ির বাইরে খোলা জায়গায় চলে আসার নির্দেশ দেন। আইএমডি কর্মকর্তাদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে হালকা কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী আজ বুধবার সকাল ৭.২৭ মিনিটে তেলঙ্গানার মুলুগু জেলায় কম্পন হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। কম্পনের উৎসস্থল ছিল ১৮.৪৪ ডিগ্রি উত্তর এবং ৮০.২৪ ডিগ্রি পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪০ কিলোমিটার অন্দরে। তবে কম্পনের কারণে তীব্র আতঙ্ক ছড়িয়েচে মুলুগু জেলায়। কম্পনটি ছ’-সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল। আতঙ্কে মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সিসিটিভি ফুটেজে রাস্তার ধারের বিভিন্ন দোকানের ফ্যান ও জানলা কেঁপে ওঠার দৃশ্য দেখা গেছে।

Share the Post:

Related Posts