স্পোর্টস ডেস্ক: আইসিসির টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (T20I) এক ইনিংসে সর্বোচ্চ রান তুলল ভারত। শনিবার ২০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। আর সার্বিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি রানের রেকর্ড আছে নেপালের ঝুলিতে। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিন উইকেটে ৩১৪ রান তুলেছিল। সেই রেকর্ড অক্ষত থাকল।
এদিন বিধ্বংসী ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। ৪০ বলে সেঞ্চুরি করেন সঞ্জু। সেই সঙ্গে টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও। যোগ্য সঙ্গত দেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ৭৫ রানের ঝোড়ে ইনিংস খেলে দ্বিতীয় উইকেটে সঞ্জুর সঙ্গে ১৭৩ রানে পার্টনারশিপ গড়েন সূর্য। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান রিয়ান পরাগ (৩৪) এবং হার্দিক পান্ডিয়া (৪৭)। শেষ বলে রিঙ্কু সিং ৬ মেরে ভারতকে পৌঁছে দেন ২৯৭ রানের স্কোরে।
উল্লেখ্য, এতদিন ভারতের সর্বোচ্চ স্কোর ছিল পাঁচ উইকেটে ২৬০ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরে সেই রানটা তুলেছিল টিম ইন্ডিয়া। আজ সেই রেকর্ডও ভেঙে দিল ভারত।