সন্ন্যাসী বেশে তামান্না

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)কলকাতা হয়ে বর্ধমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এবার তাকে সন্ন্যাসিনী বেশে কাঁধে ঝোলা নিয়ে কপালে তিলক কেটে (Naga Sadhu avatar) প্রয়াগরাজে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি দেখে ভক্তরা অনেকেই বলেছেন তবে কি সব বিসর্জন দিয়ে অভিনেত্রী এবার সন্ন্যাসের পথ নিলেন! গায়ে গেরুয়া কাঁদে ঝোলা এক হাত শূন্যে-ডমরু ধরে, কপালে জয়টিকা কাশির ঘাটে ভক্তবেশে হাঁটছেন।

‘ওডেলা ২'(Odela 2) এর প্রথম লুক টুইটারে প্রকাশ এনে অভিনেত্রী লিখেছেন মহা শিবরাত্রির এই শুভ দিনে এই লোক প্রকাশ্যে এনে আমি আনন্দিত। হর হর মহাদেব! শুভ মহা শিবরাত্রি!’ অশোক তেজা পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি হয়েছিল। যে ওডেলা নামের একটি গ্রামে বিবাহিত মহিলাদের হত্যা করত। সম্প্রতি নির্মাতারা ‘ওডিলা ২’ এর কথা ঘোষণা করে তামান্নার এই লুক প্রকাশ্যে এনেছেন।

রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। এই ছবিরই শুটিং চলছে কাশীতে। দক্ষিণী এই ছবিতে একজন শিক্ষক আরাধ্যার ভূমিকায় দেখা যাবে তামান্নাকে। শিব ভক্তির আঁধারে তা তৈরি হয়েছে। সেই জন্য শিবরাত্রির প্রাক্কালে আজ শনিবার মহা কমবে গিয়ে ছবিটি টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না। জানা যাচ্ছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি। দর্শক অনুরাগীদের ছবির এই পয়লা ঝলক দারুন আকর্ষণ করেছে। উন্মাদনার বারণ চড়িয়েছে সুপারন্যাচরাল থ্রিলার ঘরানার এই টিজার।

Share the Post:

Related Posts