সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেশী ট্রেন্ডি অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। বছর শেষে সিল্কের শাড়িতে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। স্ত্রী ২ তে ‘আজ কি রাত’ আইটেম নম্বরে সেক্সি অ্যপিয়ারেনসে ঝড় তুলেছিলেন তমান্না ভাটিয়া। বছর শেষে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক পার্টিতে। অভিনেত্রীকে শাড়িতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। একটি সিলভার রঙের কালো বর্ডার দেওয়া সিল্কের শাড়ি এবং একটি নুডুলস স্ট্রাপ কালো ব্লাউজ পড়েছিলেন।
তামান্না স্টেটমেন্ট কানের দুল এবং তার চুল আপ সঙ্গে তার শাড়ি স্টাইল। তামান্না চাবুক ফিগার, ডিপ কাট ব্লাউজে বক্ষযুগল উন্মুক্ত। শরীরের মোহময়ী আবেদন সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন। অভিনেত্রীর বোল্ড কিলার লুকে বছর শেষে কুপকাত নেটিজেনরা।