সার্জারির পর সুস্থ হয়ে উঠছেন স্কাই

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: জার্মানিতে অস্ত্রোপচার হল টিম ইন্ডিয়ার টি ২০ অধিনায়ক (T20I Captain) সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। অপারেশনের (Operation) পর ভালো আছেন তিনি। সূর্যকুমার স্পোর্টস হার্নিয়ায় (sports hernia surgery) আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থতার কথা নিজেই পোস্ট করে জানিয়েছেন অধিনায়ক। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পেটের নীচের ডান দিনে স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছে।  সফল অস্ত্রোপচারের পরে আমি এখন সুস্থতার পথে। ক্রিকেট মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।

জানা গেছে, মিউনিখের একটি হাসপাতালে অপারেশন হয়েছে সূর্যকুমার যাদবে। অস্ত্রোপচারের পর বেডে শুয়েই ইনস্টাগ্রাম পোস্টও করেছেন।

তবে সূর্যকুমার ফের কবে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। সবটাই নির্ভর করছে অধিনায়কের শারীরিক সুস্থতার উপরে। সূত্রের খবর, আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও টি–২০ দলের অধিনায়ক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

তবে আগামী বছর টি২০ বিশ্বকাপে সূর্যই সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন। দেশের হয়ে ১২১ ম্যাচে সূর্য করেছেন ৩৩৭৯ রান। ৩৪ বছরের ক্রিকেটার আইপিএলেও ছিলেন দুরন্ত ছন্দে।

সূর্যকুমারকে শেষবার আইপিএল ২০২৫-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৩৪ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটসম্যান টানা ২৫-এর বেশি স্কোর (১৬) করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। এর পেছনে, তিনি মোট ৭১৭ রান করেন, যা আইপিএলে একজন নন-ওপেনিং ব্যাটসম্যানের সর্বোচ্চ এবং এক মৌসুমে এমআই ব্যাটসম্যানের সর্বোচ্চ।

২৬ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে সূর্যকুমার পুরোপুরি সেরে উঠতে পারবেন কিনা তা সেই বিষয়টিও সংশয়ের মধ্যে রয়েছে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সেক্ষেত্রে বাংলাদেশ সফরে সূর্য যাবেন কিনা তাও এখনও স্পষ্ট নয়।

Share the Post:

Related Posts