আপাতত বড়পর্দা থেকে সরে ছোটপর্দায় অভিনয়ে মন দিয়েছেন বলিউড তারকা সুনীল শেট্টি। ইদানীং একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত তিনি। শুটিং চলাকালীন সেটেই সামান্য চোট পেয়েছেন অভিনেতা। আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন ৬৩ বছর বয়সী অভিনেতা। আবারও জোর কদমে শুটিং করার প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি।
সূত্রের খবর, মুম্বইয়ে ‘হান্টার সিজন ২’-এর শুটিং চলাকালীন চোট পান সুনীল। কীভাবে ঘটল এই ঘটনা? নিজেই মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন সুনীল। লিখছেন,’ছোটখাটো চোট, গুরুতর কিছু না! আমি পুরোপুরি সুস্থ আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সবার ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ। #OnSet।’
উল্লেখ্য, ‘হান্টার’-এর জন্য তীব্র মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। অভিনেতার অবস্থা খতিয়ে দেখতে এক্স-রে মেশিন নিয়ে চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়েছেন বলেও খবর হয়েছিল।