‘কালীঘাটের কাকু’ গুরুতর অসুস্থ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ গুরুতর অসুস্থ। তাঁকে এসএসকেএম থেকে স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।

উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জসিট গঠনের প্রক্রিয়া শুরু হয়। আজ সেই মামলায় শুনানি শুরু হওয়ার আগেই ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা যায়নি। তাঁকে সোমবার সকালেই ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কারণ হঠাৎই সংজ্ঞা হারান তিনি। বহু দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন ‘কালীঘাটের কাকু’। অসুস্থ অবস্থায় তাঁকে আজ প্রেসিডেন্সি জেল থেকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সন্ধ্যেবেলা স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।

উল্লেখ্য, এর আগেও ‘কালীঘাটের কাকু’কে ভর্তি করানো হয় ওই বেসরকারি হাসপাতালে। তাই আদালতে আজ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী আবেদন করেন যেন আলিপুরের বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয় তাঁকে। কারণ সেখানেই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। কারণ অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে বলে জানান সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী। আর তারপরেই আজ বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেসরকারি এক হাসপাতালে।

Share the Post:

Related Posts