‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার কেমন হল?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

‘উইঙ্কল টুইঙ্কল’ পোস্টার (Winkle Twinkles First Lok Poster) সামনে এনে বড় চমক দিলেন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Director Srijit Mukherji)। ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটককে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলল প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। সোমবার পরিচালক শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার। প্রথম ঝলকে সবাইকে চমকে দিয়েছেন। পোস্টারে দেখা গিয়েছে, লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছেন দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তার পাশে রয়েছে কাস্তে-হাতুড়ি। তা থেকে যেন রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে।

পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ঘরানার এই নাটক বড় পর্দাতেও আসতে চলেছে। এই ছবি বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আসল গল্প পরিবর্তন করার পথে হাঁটেননি সৃজিত। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের (Bratya Basus Political Play)। ভাঙা লেনিনের মূর্তি, তার সামনে বসে থাকা সৃজিতের দুই নায়কের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। খুব শিগগিরিই ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাও আবার বাবা ছেলের ভূমিকায়!

Share the Post:

Related Posts