মুক্তি পেল ‘পুষ্পা ২’র (Pushpa 2) আইটেম সং ‘কিশিক’ (Kissik Song Pushpa-2)। আল্লু অর্জুন এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসেত ঝড় তুলেছে গোটা দেশে। পুষ্পা ছবিতে সামান্থার ‘উ আন্টাভা’ গানটিও হইচই ফেলে দিয়েছিল। যে কোনও পার্টির জমাকে কয়েকগুন বাড়িয়ে দিয়ে ছিল ‘উ আন্টাভা’ গানটি। এবার আর সামান্থা নয়, শ্রীলীলাই আইটেম গার্ল হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ছবিতে। আর গানটি হল ‘কিশিক’। এবার হল কাঁপাবেন শ্রীলীলার কিশিক। মুক্তি পেল পুষ্পা ২-এর এই আইটেম গান। তবে এই গানে কোনও ভিডিও প্রকাশ হয়নি, প্রকাশ পেয়েছে গানের অডিও।
উল্লেখ্য, বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।