সংসদের (Parliament gates) সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksobha speaker Om Birla)। বৃহস্পতিবার সাংসদদের প্রতিবাদকে ঘিরে সংসদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কালিমালিপ্ত হয় সংসদ। তার পরেই আজ স্পিকার ওম বিড়লা সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন। লোকসভার স্পিকার জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল, সংসদ সদস্য আজ থেকে সংসদ ভবনের প্রবেশ পথ,সংসদ ভবনের সামনে ধরনা, বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি জানাতে পারবে না।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর ইস্যুতে উত্তাল হয় সংসদ চত্বর। উত্তেজনা থেকে হাতাহাতি শুরু হয়। সংসদের (Parliament) নিম্নকক্ষে আহত হন এক বিজেপি সাংসদ। জানা গিয়েছে, বৃহস্পতিবারও শাহর মন্তব্যের বিরোধিতা করে লোকসভায় প্রতিবাদ জানাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। এর মাঝেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং তাতেই আহত হন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী (Peatap Chandra Sarangi)। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে তিনি আহত হয়েছেন বলে খবর। একজন মহিলা সাংসদ ভয় দেখানোর দাবি করেন। সমস্ত অভিযোগের তির রাহুল গান্ধীর দিকে তুলে ধরা হয়।