ফের বড়পর্দায় আনকাট ‘শোলে’

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শোলের ‘এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে…’ এই গানকে বন্ধুত্বের এনথ্যাম বললে খুব একটা ভুল হবে না। শুধু গান কেন এই ছবির প্রতিটা ডায়ালগ আজও জনপ্রিয়। কেন বলুন তো হঠাৎ শোলে (Sholays Movie) নিয়ে আলোচনা করছি? ৫০ বছর পর পুরনো নস্ট্যালজিক নিয়ে ফের রূপোলি পর্দা কাঁপাতে ফিরছে শোলে। দর্শকরা ফিরে পাবেন আবার সেই ম্যাজিক। কোথায় হবে প্রিমিয়ার দেখে নিন।

৫০টি বসন্ত কেটে গেলেও ম্লান হয়নি ম্যাজিক। এখনও স্বমহিমায় উজ্জ্বল ‘শোলে’। ফের বড়পর্দায় ফিরছে শোলে’র ম্যাজিক। সেই সঙ্গে পর্দায় ফিরবে বীরু-জয়ের বন্ধুত্বের রসায়ন। প্রাণোচ্ছল বাসন্তী। গব্বর সিংয়ের হুঙ্কার। আর সেই কালজয়ী ডায়ালগ- ‘কিতনে আদমি থে…’। তবে এবার ভারতে নয়, ইতালিতে (Sholays Screen in Italy) দেখানো হবে ছবিটি। ৫০ তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ জুন ছবিটি প্রদর্শিত হবে ইটালিতে। বোলোগনায় ‘ইল সিনেমা রিট্রোভা’তে দেখানো হবে ছবিটি। উন্মুক্ত পিয়াজা ম্যাগিওরে ছবিটি দেখার অপেক্ষায় বহু প্রবাসী। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন শোলের সমাপ্তি-সহ একাধিক দৃশ্য পুনরুদ্ধার করেছে। সেসব দৃশ্যও দেখানো হবে।

Share the Post:

Related Posts