সন্দীপের বাংলোর খোঁজ মিলল ক্যানিংয়ে 

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: একটি বাংলোর হদিস মিলল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং-২ ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলেছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। বাংলোটির চারদিকে রয়েছে লম্বা পাঁচিল। স্থানীয়দের একাংশের দাবি, এই বাংলোটি সন্দীপের। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘ডাক্তারবাবুকে’ এই বাংলোতে আসতেও দেখছেন তাঁরা।

জানা গিয়েছে, এই ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’র চাবি নাকি থাকত প্রসূনের কাছেই। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে প্রায় ১০০ বিঘা জমি কিনেছিলেন সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কয়েকজন যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন। কিন্তু পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশ মতোই। জানা গিয়েছে, বছর চারেক আগে এই বাংলো বাড়িটি তৈরি হয়। তারও আগে জমি কেনা হয়েছিল। ভিতরে সুইমিং পুল, বিশাল লন রয়েছে।

Share the Post:

Related Posts