সুখবর শোনালেন রূপসা

Rupsha Chatterjee

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ। বিয়ের মাস ঘুরতেই শুখবর শোনালেন অভিনেত্রী। মা হচ্ছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। জানান, তাঁর শরীরে বেড়ে উঠছে আরও একটা প্রাণ।

গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। চলতি বছরে অক্টোবরের সামাজিক বিয়ে করেছে অভিনেত্রী। বিয়ের একমাসের মধ্যেই তিনি সুখবর দিয়েছেন তিনি মা হতে চলেছেন। স্বামী সায়নদীপকে পাশে নিয়ে গোলাপি-নীল-সাদা কেক ও বাচ্চাদের জন্য নীল ও গোলাপি জামা জুতো ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। রূপসা বললেন, ‘যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, এখন মনে হচ্ছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে।

Share the Post:

Related Posts