দ্বিতীয়বার বাবা হলেন রোহিত

Rohit Sharma

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

দ্বিতীয়বার বাবা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার (১৫ নভেম্বর) পুত্রসন্তান প্রসব করলেন তাঁর স্ত্রী রীতিকা সজদেহ (Ritika Sajdeh)। ২০১৮ সালে প্রথম সন্তান সামাইরার জন্ম হয়েছিল। রোহিত কিংবা রীতিকা কেউই পুত্রসন্তানের জন্মের খবর আনুষ্ঠানিকভাবে জানাননি। এমনকী রীতিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও ছিল লোকচক্ষুর অন্তরালে। তবে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির শুরুতে রোহিতের না থাকার খবর সামনে আসতেই সন্তান জন্মের বিষয়টি বোঝা যায়।

২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট। বাকি দল কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে। এবার সবথেকে বড় প্রশ্ন তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন কি না। সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী রীতিকা এখন বিশ্রামে। তাঁর পাশে থাকতে হবে রোহিতকে। নবজাতক এবং সামাইরার দেখভাল করতে হবে। এই পরিস্থিতিতে পরিবার ছেড়ে অস্ট্রেলিয়া যাবেন কি না সন্দেহ আছে।
রোহিত না গেলে পার্থে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের টেস্ট দলের তিনিই সহ-অধিনায়ক। তবে রোহিত যেমন পরিবারের পাশে আছেন, তেমন ক্রিকেট থেকেও দূরে নেই। বাকি দল অস্ট্রেলিয়ায় অনুশীলন করছে, মুম্বইতে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল অধিনায়ককে। বুঁচি বাবু টুর্নামেন্টের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে তাঁকে।
Share the Post:

Related Posts