রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত থাকবে, জানাল আরবিআই (RBI)। শুক্রবার রিজার্ভ ব্যঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক শেষে একথা জানান শীর্ষ ব্যঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) । রেপো রেট অপরিবর্তিত থাকার কারণে সুদের হার কমছে না, জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সুদের হারে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রইল না। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। এই নিয়ে টানা ১১ বার অর্থাৎ ২২ মাস রেপো রেট অপরিবর্তিত রাখা হল।
২০২৩ সালের মার্চে শেষবার রেপো রেট বাড়ানো হয়েছিল। তার পর থেকেই অপরিবর্তিত রয়েছে সুদের হার। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি। রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও মুদ্রাস্ফীতির দিলে বিশেষ নজর দিয়েছে আরবিআই।
মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা এদিনের এদিনে বৈঠকে আলোচনাও হয়েছে। রেপো রেট অপরিবর্তিত থাকার কারণে মধ্যবিত্তের জন্য একটু চিন্তা কমল। কারণ বাড়ি-গাড়ি সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে বাড়তি সুদের বোঝা গুণতে হবে না।