কার সঙ্গে প্রেম করছেন রশ্মিকা?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বহুদিন ধরে রশ্মিকা-বিজয় দেবেরাকোন্ডারর (Vijay Deverakonda) সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। এত দুজনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন। যুবপ্রজন্মের হার্টথ্রব রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। অভিনেত্রীর নাম উঠলেই বিজয় প্রসঙ্গ উঠবে না এমনটা হতে পারে না। শোনা যাচ্ছে বিজয়-রশ্মিকা একে অপরকে মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন দক্ষিনী অভিনেত্রী। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তারা দুজন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি তিনি। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা মুখ ফসকেই ‘সত্যিটা’ বলে ফেললেন রাশ্মিকা। তাঁর কথায়, “সবচেয়ে আনন্দের জায়গা হল বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনওই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।”তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনও একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।” কিন্তু তিনি কার পার্টনার? সে ব্যাপারে আর বিস্তারিত কিছুই বলেননি অভিনেত্রী।

Share the Post:

Related Posts