সালটা ২০২৩। বরাবরের মতো পুজোর সময় মুক্তি পেয়েছিল একগুচ্ছ নতুন বাংলা ছবি (New Bengali Cinema)। বাঘাযতীন ও দশম অবতারের সঙ্গেই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’ (Raktabeej)।
২০১৪ সালে ঘটে যাওয়া মর্মান্তিক খগড়াগড় বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্রকে নির্মিত হয়েছিল এই সিনেমা। মুখ্য ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এবার পুজোয় ফের আসছে শিবু ও নন্দিতা প্রযোজিত নতুন সিনেমা। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষণা হয়ে গেল উইন্ডোজের আসন্ন পুজোর সিনেমার।
সদ্য পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একটি পোস্ট। প্রকাশ্যে উইন্ডোজ প্রোডাকশনের নয়া ছবি ‘রক্তবীজ ২’-এর টিজার। প্রথম ঝলকেই কাবু দর্শক। ক্যাপশনে পরিচালক লিখছেন, শুভ প্রজাতন্ত্র দিবস। দেখা হবে পুজোতে। “রক্তবীজ 2” নিয়ে আসছি।