ফের বৃষ্টির আশঙ্কা, কবে থেকে?

Weather Update

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: ফের নিম্নচাপের আশঙ্কা। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে অর্থাৎ শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ হতে চলেছে আসন্ন নিম্নচাপের। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখতে পাওয়ার সম্ভবণা। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভবনা আপাতত নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এক পশলা বৃষ্টি হতে পারে।

কবে থেকে বঙ্গে শীত?

হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। উত্তুরে হওয়া বইবার সম্ভবনা। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতনের সাক্ষী থাকবে বাংলা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ দেখতে পাওয়া যাবে নভেম্বরের মাঝামাঝি থেকে।

Share the Post:

Related Posts