ওয়েব ডেস্ক: কালীপুজো শেষ। অথচ শীতের দেখা নেই। তাহলে কি আবার বৃষ্টি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। তবে আবহাওয়া দফতর বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। শুক্রবারেও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।
উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এমনিতে উত্তরবঙ্গের জেলায়-জেলায় মনোরম আবহাওয়া। তবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ভাইফোঁটা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিনও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।