ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Kolkata Weather Update) পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain Alert)। বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছে।
সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার। অশান্ত হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর (Turbulent Bay Of Bengal) । মৎস্যজীবীদের (Fisher Man) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির কারণে তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে বঙ্গবাসীর।
অপরদিকে উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে । বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
আজ সকালের দিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।
উল্লেখ্য, দেশজুড়ে মোট পাঁচটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে । একইসঙ্গে ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।