শীতপ্রেমীদের জন্য খারাপ খবর। কারণ, চলতি সপ্তাহের শেষদিকে পারদ থাকবে ঊর্ধ্বগামী। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Forecast) সূত্রে খবর, সপ্তাহান্তে ঠান্ডা কমবে। সেই সঙ্গে মেঘলা আকাশ এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। বড়দিনের আগে শীতের দাপুটে এপিসোডে সাময়িক বিরতি থাকবে। আগামী শুক্রবার থেকেই আকাশে মেঘ জমবে। শনিবার থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার (Weather) পূর্বাভাস।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামীকাল অর্থাৎ, বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য। উত্তরবঙ্গের দিকে নজর দিলে, আজ ও আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা জেলায়।