পারদ চড়ার মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

চৈত্রের গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Weather Update)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলেছে, একদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস ৷ অন্যদিকে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ৷ দুয়ের কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফলে, চলতি সপ্তাহে আপাতত পারদ বৃদ্ধির সম্ভবনা নেই। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Rain Update)।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা।

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা?

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই । সেই সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট।

কলকাতার আবহাওয়ার আপডেট

শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৯ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৬ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৪ শতাংশ ও ২৭ শতাংশ ৷

Share the Post:

Related Posts