বিকাশ ভবনে স্বয়ম রবীন্দ্রনাথ!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েবডেস্ক:  পরনে জোব্বা। মুখে সাদা দাঁড়ি। যেন সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ! হ্যাঁ এক ঝলক দেখলে সেটাই মনে হতে পারে সাধারণ মানুষের। আজ চাকরিহারাদের মাঝখানে স্বয়ং আবির্ভূত হলে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’, শুধু এলেনই না, পুলিশদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তিনি।

এদিকে বিকাশ ভবনের (Bikas Bhavan) সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড় তারা। আজ ফের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল। সেখানে মিছিলে দেখা গেল ‘রবীন্দ্রনাথ ঠাকুর’কে !

বৃহস্পতিবারেও চাকরিহারাদের (Jobless)  বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারী ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ওইদিন বিকেলেই তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, নতুন করে তারা আর কোনও পরীক্ষা দেবেন না। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মতো সসম্মানে চাকরি ফেরানো সহ সাত দফা দাবিতে এ দিন বেলার অনড় রয়েছেন তারা।

মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে হবে। আর তা না হলে বিকাশ ভবনের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । তাঁদের দাবি তাঁরা আর কোনও পরীক্ষা দেবেন না। আর পরীক্ষা দিতেই হলে আগে মুখ্যমন্ত্রী সহ সব জনপ্রতিনিধিদের ভোটে নতুন করে জিততে হবে। তাঁদেরও যোগ্যতার পরিচয় দিতে হবে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি ও একাধিক অনিময়ের অভিযোগে ২৫ হাজার ৭৩৫ বাতিল করে দেয়। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, সঠিক তথ্য না থাকায় যোগ্য ও অযোগ্যদের পৃথক করা যায়নি, তাই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে।

Share the Post:

Related Posts