মুক্তির ১৭ দিন আগে বহু প্রতিক্ষীত পুষ্পা ২ ট্রেলার লঞ্চ হল। ছবির ট্রেলার লঞ্চে চমক রাখলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আল্লুর ছবি প্রক্ষাগৃহে মুক্তি মানেই তাঁর ভক্তদের কাছে উৎসব। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সশরীরের উপস্থিত ছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা। তাঁদের দেখতে লাখো লাখো মানুষের ভিড় জমেছিল বিহারের গান্ধী ময়দান চত্বরে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লু। তিনি অনুরাগীদের উদ্দেশে আরও বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, পুষ্পাকে এই পর্যায় ভালবাসা দেখানোর জন্যে। স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলেন না অধিকাংশই। হুল্লোরে ফেটে পড়লেন সকলে। বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়। তারই মাঝে কথা বলে উঠলেন আল্লু। আরই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের।
রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে এল বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার। সমগ্র ট্রেলার জুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন, রোম্যান্স আর কিছু জবরদস্ত সংলাপ। ট্রেলারে জুড়ে রয়েছে ঘোষণা ‘পুষ্পা শুধু নাম নয়, পুষ্পা একটা ব্র্যান্ড’। সঙ্গে চোর-পুলিশের খেলা জারি রয়েছে পুষ্পার। পুষ্পাকে দিনমজুর থেকে লাল চন্দন চোরাকারবারি থেকে গ্যাংস্টর হওয়া গল্প তুলে ধরা হয়েছিল প্রথম পর্বে। রাজপাট কীভাবে সামলাবে সে? সেই গল্প বলবে পুষ্পা-২। দুই মিনিট ৪৭ সেকেন্ডেরে ট্রেলারে মুগ্ধ ভক্তরা। দু’বছর পর ফের পুষ্পা রাজের ঝলক দেখতে পেয়ে উত্তেজিত আল্লু অনুরাগীরা। ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘গুজবাম্পস!’ কেউ বলছেন, ‘উফ! আর অপেক্ষা করতে পারছি না।