৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল। পুষ্পা ২ (Pushpa 2) জ্বরে কাবু দেশ। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মাত্র চার দিনেই সারা বিশ্বের সিনেমা হল থেকে আটশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। বাংলায় কত টাকা আয় করেছ জানেন?
আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। ইতিমধ্যেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। রবিবার পুষ্পা ২ র ব্যাটিংয়ে ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবার ভারতে ‘পুষ্পা ২’ আয় করেছে ৬৫.১ কোটি টাকা। চতুর্থ দিনে সারা বিশ্বে ছবির আয় মোট ৮২৯ কোটি টাকা। সুতরাং, হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে রাজ্যের ডিস্ট্রিবিউটাররাও বেশ খুশি। তাঁদেরই একজন জানান, চার দিনে প্রায় ১৬ কোটি টাকা বাংলা থেকে আয় করে ফেলেছে।