গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কীরকম?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। হাতে মাত্র আর একটা দিন। তারপরেই সবাই মেতে উঠবে বর্ষবরণে। অন্যদিকে জানুয়ারি মাসেই নববর্ষের সূচনার সঙ্গেই প্রস্তুতি ঘন্টা বেজে যায় গঙ্গাসাগর মেলার। আপামোর বাঙালি অপেক্ষা করে থাকে এই মেলার জন্য। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও গঙ্গাসাগর মেলা নিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম নির্দেশিকা। আর এবার জোর কদমে চলছে সাগর মেলার প্রস্তুতি।

গঙ্গাসাগরে ভিড় এড়াতে ইতিমধ্যেই সাগরপাড়ে ভিড় জমাচ্ছেন বহু পূর্ণার্থী। সাগর মেলার আগেই সেখানে চলছে পূজার্চনা থেকে শুরু করে সাগর স্নান। প্রত্যেক বছর বহু পূর্ণার্থী ভিড় করে গঙ্গাসাগরে। সেই ভিড় এড়ানোর জন্য ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে পরিধি। যার জেরে মেলার দিনগুলিতে ভিড় বেশি হলেও তা সামাল দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

কথাতেই আছে ‘ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। ৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তাই যত সময় এগিয়ে আসছে ততই গঙ্গাসাগরের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে গঙ্গাসাগরের জন্য বাড়তি ট্রেন পরিষেবা চালু করা হবে। যার জেরে পূর্ণার্থীরা আরও সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে। উল্লেখ্য গঙ্গাসাগর মেলায় যাতে কোনরকম অপ্রতিকূল অবস্থার সূচনা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা শুরু হওয়ার আগে সেখানে উপস্থিত হবেন বলে জানা যাচ্ছে।

Share the Post:

Related Posts