পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ

Rail Station Blast

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ফের সন্ত্রাসের কবলে পাকিস্তান। এবার ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ব্যস্ততম একটি রেল স্টেশনে এই বিস্ফোরণের ঘটনাটি। সূত্রের খবর, বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় তীব্র বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ইতিমধ্যে ৫০ পেরিয়ে গিয়েছে। শনিবার সকালে কোয়েটা রেল স্টেশনে যাত্রীরা যখন জাফর এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। কোয়েটার সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ বেলুচ জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেন যে, এই বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে, এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোয়েটা রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ ঘটে।

বেলুচিস্তানের প্রাদেশিক মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। তবে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দূরদূরান্তের বিভিন্ন এলাকায থেকেও এর শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি, বিস্ফোরণের ফলে প্ল্যাটফর্মের ছাদেরও কিছু ক্ষতি হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা করে বলেন, “জঙ্গিরা যেহেতু সাধারণ মানুষকে আক্রমণ করা শুরু করেছে, তাই এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে”। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Share the Post:

Related Posts